ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ২

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ২

সিরাজগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবাসহ নেশা জাতীয় ইনজেকশন। ওসি (ডিবি) জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের বিপিএম (বার) পিপিএম (বার) দিক নির্দেশনায় রোববার ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর মিয়াবাড়ী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে বিপুল চন্দ্র শীলকে (৩২) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯’শ পিচ নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। সে রংপুরের পীরগঞ্জ উপজেলার মুনাইল গ্রামের দেবেন চন্দ্র শীলের ছেলে। একই দিন সকালে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিচ ইয়াবাসহ নাহিদ হাসানকে (১৯) গ্রেফতার করা হয়েছে। সে নওগাঁর মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের জালালের ছেলে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,পুলিশ,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত