ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

"দাদা দীপংক‌রেই " আস্থা আওয়ামী লী‌গের 

অব‌শে‌ষে সকল জল্পনা কল্পনার অবসান ঘ‌টি‌য়ে রাঙামা‌টি ২৯৯ আসনে পাহা‌ড়ের সক‌লের কা‌ছে দাদা না‌মে খ্যাত দীপংকর তালুকদা‌রকেই নৌকার আস্থাভাজন মা‌ঝি হি‌সে‌বে ম‌নোনয়ন দি‌য়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রোববার (২৬ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নাম ঘোষনার পরপরই রাঙামা‌টি শহ‌রের রিজার্ভ বাজার, বনরুপাসহ বি‌ভিন্ন স্থা‌নে দীপংকর তালুকদা‌রের সমর্থ‌নে আনন্দ মি‌ছিল বের ক‌রা হয় ও মি‌ষ্টিমুখ করান। এতে জেলা আওয়ামী লীগ ও অংগ সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী হতে রাঙামা‌টি ২৯৯ সংসদীয় আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন ১১ জন। এর ম‌ধ্যে বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপ‌তি দীপংকর তালুকদার ছাড়াও সাবেক উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দীন, সাবেক বরকল উপ‌জেলা চেয়ারম্যান সম্তোষ কুমার চাকমা, সমরেশ দেওয়ান, সা‌বেক বিলাইছ‌ড়ি উপ‌জেলা চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা, বিশ্ব হিন্দু পরিষদ- রাঙ্গামাটি জেলা সভাপতি অমর কুমার দে, অবসর প্রাপ্ত সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা, সাবেক আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন।

রাঙামা‌টি ২৯৯ আস‌নে ম‌নোনয়ন পাওয়া দীপংকর তালুকদার ১৯৯১ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন থেকে টানা ছয় বার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন।এই ছয় নির্বাচনের মধ্যে ৪টিতেই বিজয়ী হয়েছেন দীপংকর। ‌তি‌নি বাকি দু’টি নির্বাচনের মধ্যে ২০০১ সা‌লে ‌বিএন‌পি প্রার্থী ম‌নি স্বপন দেওয়া‌ন ও ২০১৪ সা‌লে আঞ্চলিক দল জেএসএসের প্রার্থী ঊষাতন তালুকদারের কা‌ছে পরা‌জিত হয়েছেন।

দীপংকর তালুকদার বর্তমান জেলা আওয়ামী লীগ সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য। এছাড়াও তি‌নি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।

এদি‌কে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গ‌ঠিত আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য হি‌সে‌বে রাখা হ‌য়ে‌ছে দীপংকর তালুকদার‌কে।

দীপংক‌র,আস্থা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত