আনন্দ মিছিল

চাঁদপুর-৩ আসনে নৌকার মাঝি হলেন ডা. দীপু মনি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১২:১৭ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি চাঁদপুর-৩ আসনে নৌকার মাঝি হওয়ায় আনন্দ মিছিল বের করে শহর প্রদক্ষিন করেন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। 

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসন থেকে নৌকা মার্কার মনোনিত প্রার্থী হওয়ায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর  সারাদেশের ন্যায় চাঁদপুরের ৫টি আসনের নৌকার মনোনিত প্রার্থীদের নাম ঘোষনা করা হয়।

শহরের নতুনবাজারস্থ ডাঃ দীপু মনির বাসভবনের নিচ থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে পুনরায় মিছিলটি একই স্থানে এসে শেষ হয়।

মিছিল পূর্বে সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইউসুফ গাজী বলেন, আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। এটা একটা গভীর ষড়যন্ত্র। প্রতিটি নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। আগামী দিনে শেখ হাসিনার মনোনিত নৌকার প্রার্থীদের আমাদের জয়যুক্ত করতে হবে। জননেত্রী শেখ হাসিনা যোগ্য ব্যক্তি ডাঃ দীপু মনিকে যোগ্যস্থানে বসিয়েছেন। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত, যত ষড়যন্ত্র করা হউক শেখ হাসিনার মনোনিত নৌকার প্রার্থী ডাঃ দীপু মনিকে আমাদের জয়যুক্ত করতে হবে।

সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্বল হোসেন এসডু পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, প্রচার ও প্রকাশনা  সম্পাদক মোঃ হাসান ইমাম বাদশা, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম সালাউদ্দিন, জেলা মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান,  পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ঝন্টু দাস, যুগ্ম আহবায়ক পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন বেপারী, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর আঃ মালেক শেখ, যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর সফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।