সিরাজগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা হলো, নাটোরের লালপুর উপজেলার পাটিকাবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মাসুম খানের ছেলে রাসেল খান (৩৫), রমজান আলী রঞ্জিতের ছেলে নীরব আলী (১৯) ও সিরাজগঞ্জের সলংগা থানার হাটিকুমরুল হাটিপাড়া গ্রামের আব্দুস সোবাহন আকন্দের ছেলে জিলহক আলী আকন্দ (৫১)।
ওসি (ডিবি) জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের বিপিএম (বার), পিপিএম (বার) দিক নির্দেশনায় রোববার রাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পাবনা বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ রাসেল খান ও নীরব আলীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সোমবার দুপুরের দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে জিলহক আলীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।