ঈশ্বরদী জংশন স্টেশন ইয়ার্ডে ট্রেনের বগিতে আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাত ৭ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) গভীর রাতে মামলাটি দায়ের করা হয়।
ঈশ্বরদী স্টেশন সুপারেনটেন্ড মহিউল ইসলাম বাদী হয়ে নাশকতার মামলাটি করেছেন। ঈশ্বরদী রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় মঙ্গলবার ( ২৮ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
সোমবার (২৭ নভেম্বর) ঈশ্বরদী জংশন স্টেশনের পাশে ওয়াশফিডে একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঈশ্বরদী ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বগির ১১টি সিট পুড়ে যায়।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর অপু মন্ডল জানান, রাত সাড়ে ৮টার দিকে জংশন স্টেশনে ট্রেনে আগুন দেওয়ার খবর শুনে তাদের দুটি ইউনিট রওনা দেয়। ইউনিট দুটি স্টেশন ইয়ার্ডের ওয়াশফিডে থাকা ট্রেনের বগির ভেতরের আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঢাকা মেইল-৯৯ আপ ট্রেনের ৫৫৫৬ নম্বর কোচের ১১টি সিট পুড়ে গেছে। এছাড়া আগুনে আরও কিছু ক্ষতি হয়েছে।
ট্রেনটি ওয়াশফিডে থাকায় কোনো যাত্রী ছিল না। বেসরকারি ব্যবস্থাপনায় চলা এই ট্রেন পরিষ্কার করার জন্য ওয়াশফিড ইয়ার্ডে রাখা হয়েছিল বলে রেল কর্তৃপক্ষ তাদের জানিয়েছে।
ঈশ্বরদী রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল জানান, রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা বগির ভেতরে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় রেল নিরাপত্তাকর্মীরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।