ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ভারত থেকে ১৪০ মহিষ আমদানি

ভারত থেকে ১৪০ মহিষ আমদানি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ভারত থেকে ১৪০টি মহিষ আমদানি করা হয়েছে। ভারতীয় মুরারা জাতের ৬৯ টি বাছুর মহিষ, ৬৯ টি গাভী মহিষ, ০২টি ষাড় মহিষ সর্বমোট ১৪০ টি মহিষ আমদানি করা হয়।

বন্দর পরিচালক মো. রেজাউল করিম জানান, ২৮ নভেম্বর ২০২৩ সন্ধ্যায় সাড়ে ৮ টার দিকে ভারতের রপ্তানিকারক Narwal Dairy Farm এর নিকট হতে বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তর এর "মহিষ উন্নয়ন প্রকল্পের আওতায় ভারতীয় ০৯ টি ট্রাকে ভারতীয় মুরারা জাতের ৬৯ টি বাছুর মহিষ, ৬৯ টি গাভী মহিষ, ০২টি ষাড় মহিষ সর্বমোট ১৪০ টি মহিষ বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। বন্দর থেকে যাতে দূরত খালাস হয় সেই বিষয় কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ দূরত কাজ করছে।

উক্ত মহিষ আমদানি করার ক্ষেত্রে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট হিসেবে কাজ করেন এন ইসলাম এবং আমদানিকারক: জেনটেক ইন্টারন্যাশনাল লিমিটেড, মনিপুরীপাড়া, তেজগাঁও ঢাকা।

পরবর্তিতে বেনাপোল স্থলবন্দরের সকল কার্যক্রম শেষে বাংলাদেশী ট্রাক যোগে মহিষ উন্নয়ন প্রকল্প ফকিরহাট,বাগেরহাট গমন করবে বলে জানান সিএন্ডএফ এজেন্ট।

বেনাপোল,মহিষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত