ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফেনী-৩ আসনে মনোনয়নপত্র নিলেন ১১ জন প্রার্থী 

ফেনী-৩ আসনে মনোনয়নপত্র নিলেন ১১ জন প্রার্থী 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৭, ফেনী-৩ সোনাগাজী-দাগনভূঞা আসন থেকে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১১ জন এমপি প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।দাগনভূঞা সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, তার ছেলে যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার ইসতিয়াক আহম্মেদ সৈকত, প্রবাসী আব্দুল কাসেম এ কে আজাদ , ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ থেকে ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের দাগনভূঞা উপজেলা সভাপতি আবু নাছের, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে তবারক হোসেন সোহেল, প্রগতিশীল গনতান্ত্রিক পার্টির (পিডিএফ) এর প্রার্থী আজিম উদ্দিন আহম্মেদ। সোনাগাজী সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ ও তার সহধর্মিনী পারভিন আক্তার, সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জেড এম কামরুল আনাম।

প্রবাসী আব্দুল কাসেম এ কে আজাদ জানান আমি একজন রেমিট্যান্স যোদ্ধা আমার ছাওয়া - পাওয়ার কিছু নাই তাই আমি মানুষের সেবক হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই এবং ফেনী ০৩ সোনাগাজী - দাঁগনভুইয়া আসনকে স্মার্ট আসন করতে চাই।

সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ বলেন, আমি দশম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে সব সময় সুখে-দুঃখে এলাকাবাসীর পাশে ছিলাম। আমি সংসদ সদস্য থাকাকালীন সময় সোনাগাজী-দাগনভূঞা উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষ চায় আমি আবারও নির্বাচন করি এবং সংসদ সদস্য নির্বাচিত হই। তাদের চাওয়ার প্রতি সম্মান জানিয়ে আবারও ভোট করার জন্য এলাকায় এসেছি। স্বতন্ত্র ভাবে ভোট করার জন্য ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আশাকরি ভোটাররা আমাকে হতাশ করবে না, ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

এ বিষয়ে জেড এম কামরুল আনাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বীতায় কেউ পাস করে আসতে পারবেন না। আমার পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তোলা হয়েছে। নির্বাচনটা যেন অংশ গ্রহণ মূলক হয়, তাতে জোর দেওয়া হয়েছে। সেটা নিশ্চিত করতে বলা হয়েছে সবাইকে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।

ফেনী,মনোনয়ন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত