ফেনীর সাহেব বাজার ও ছাগলনাইয়ার পাঠাননগর এলাকায় লাইসেন্সবিহীন অবৈধ ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুক্তা গোস্বামীর নেতৃত্বে দুটি অবৈধ ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানকে সতর্ক করে আগামী এক মাসের মধ্যে বিটিভির ক্যাবল অপারেটর লাইসেন্স করতে নির্দেশ প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতের প্রসিকিউটর হিসেবে দ্বায়িত্ব পালন করেন বিটিভির নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স পরিদর্শক আকরাম উল ইসলাম।
বিটিভির লাইসেন্স ইন্সপেক্টর বলেন, অবৈধ ক্যাবল অপারেটরেরা লাইসেন্স না নিয়ে ব্যবসা করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। অবৈধ ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।