সিরাজগঞ্জে মহাসড়কে সবজি বোঝাই ট্রাকে দূর্বৃত্তের আগুন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১৬:১৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ওভারব্রিজ এলাকায় সবজি বোঝাই একটি মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল ওদুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী বেগুন বোঝাই একটি মিনি ট্রাক বুধবার ভোর রাতে উল্লেখিত স্থানে পৌঁছে এবং এ সময় দূর্বৃত্তরা ট্রাকের গতিরোধ করে আগুন দিয়ে পালিয়ে যায়।
তাৎক্ষনিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এ আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ওই ট্রাকের কিছু অংশসহ মালামাল ক্ষতি হয়েছে। ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।