সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদ ছাড়লেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বুধবার দুপুরে তিনি মনোনয়ন পত্র উত্তোলন করেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার বিকেলে জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুল লতিফ বিশ্বাস।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর এই পদত্যাগ পত্র প্রেরণ করেছেন। বুধবার দুপুরে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে ওই আসনের জাতীয় সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন পত্র উত্তোলন করেন। এ সময় তার সঙ্গে বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৯৬-২০০১ ও ২০০৮-২০১৪ দুই মেয়াদে তিনি ওই আসনে আওয়ামীলীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।