এখনো বিএনপি আসলে নির্বাচন কমিশনকে অনুরোধ করবো সময় বাড়িয়ে দেয়ার- চুন্নু

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ১৬:৫২ | অনলাইন সংস্করণ

  শাহজাহান সাজু (কিশোরগঞ্জ)

"এখনো বিএনপি যদি নির্বাচনে আসে, নির্বাচন কমিশনকে অনুরোধ করবো যেন সময় বাড়িয়ে দেয়। আমরা একটা ভালো নির্বাচন চাই সবাইকে নিয়ে"

আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ-৩ আসনের তাড়াইল উপজেলায় নিজের মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

রওশন এরশাদ বলেছেন, আপনার এবং দলের চেয়ারম্যানের অসহযোগীতার জন্য নির্বাচনে যাচ্ছেন না? এ অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চুন্নু বলেন, অসহযোগিতার কোন কারন নেই। রওশন এরশাদ এবং তার ছেলের ফরম গতকাল রাত পর্যন্ত রেডি করে রেখেছিলাম, কেউ এসে ফরম নেন নাই।

চুন্ন আরও বলেন, রওশন এরশাদের রাজনৈতিক উপদেষ্টা বলে যিনি দাবি করেন, তিনি জাতীয় পার্টির কোন সদস্যই না। তাই সেসহ কয়েকজনকে ফরম দেওয়ার কোন প্রয়োজন মনে করিনি।

কিশোরগঞ্জ-৩ আসনের টানা তিনবারের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু দুপুরে তার নিজ আসনের তাড়াইল উপজেলায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের কাছে মনোনয়নপত্র জমা দেন। এর আগে সকাল থেকেই নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা চত্বরে আসেন।