রবির ভিসি ও কিংবদন্তি রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার শুভেচ্ছা বিনিময়
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ১৭:১২ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কিংবদন্তি রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ শাহ্ আজমের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি রবির সংগীত বিভাগের প্রভাষক ও সহকারী অধ্যাপক নিয়োগ কমিটির বিশেষজ্ঞ সদস্য হিসাবে আমন্ত্রিত হয়ে গত ২৫ নভেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আসেন। রবির ভিসি তাকে রবীন্দ্র ধারার এ শিক্ষায়তনে স্বাগত জানান। রবির সাম্প্রতিক কার্যক্রম এবং অগ্রগতি সম্পর্কে তিনি উচ্ছসিত প্রশংসা, সন্তোষ এবং আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, রাজধানী থেকে দূরবর্তী অবস্থানে প্রান্তিক অঞ্চলে রবি প্রতিষ্ঠিত হলেও এটি বিশ্বকবির স্মৃতিধন্য স্থান। এ বিষয়টি বিবেচনা করেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবি প্রতিষ্ঠিত করেন।
রবির বর্তমান প্রশাসকের সুদক্ষ নেতৃত্ব, প্রজ্ঞা ও দায়িত্বশীল আচরণে বিশ্ববিদ্যালয় তার ছন্দ ফিরে পেয়েছে। রবীন্দ্র স্মৃতিধন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রতিথযশা রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার আগমন আমাদের শিক্ষক-শিক্ষার্থীর জন্য অত্যন্ত আনন্দের ও প্রেরণার। প্রতিনিয়ত শিক্ষক-শিক্ষার্থীদেরকে প্রাতিষ্ঠানিক পঠন-পাঠন ও গবেষণার পাশাপাশি সহ-শিক্ষামূলক কার্যক্রমে অনুপ্রাণিত করছি। বহু আকাংখিত এই প্রতিষ্ঠানটিকে শিক্ষা-গবেষণা এবং রবীন্দ্র দর্শন-চিন্তনের উপর গুরুত্ব দিয়ে বৈশ্বিক প্রেক্ষিতে একটি মানসম্মত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর। এক্ষেত্রে, রেজওয়ানা চৌধুরী বন্যার সান্নিধ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রত্যাশা করি সমগ্র পৃথিবী অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রবীন্দ্রপ্রেমীগণ বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপ্রানিত করবেন। উপাচার্য শাহ্ আজমের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে রেজওয়ানা চৌধুরী বন্যা রবির প্রাতিষ্ঠানিক কাজে অংশগ্রহণ করেন এবং দিনব্যাপী কাজ শেষে ঢাকায় ফিরে যান। তিনি রবির উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন এবং এ অভিযাত্রা অব্যাহত রাখার জন্য রবির ভিসি ড. মোঃ শাহ্ আজমকে অনুরোধ জানান । রবির কল্যাণে তার তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রতিশ্রæতি ব্যক্ত করেন।