সিরাজগঞ্জে দিনব্যাপী কিশোরীদের প্রচারণা সমাবেশ র্যালী অনুষ্ঠিত
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ১৭:৩৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে এ্যাকসিলারেটিং এ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ প্রকল্পের আওতায় কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা সমাজসেবা কমপ্লেক্স চত্বরে বুধবার দিনব্যাপী ‘বয়ঃসন্ধি নিয়ে কিসের ভয়-আমরাই করব জয়’ শীর্ষক কিশোরীদের প্রচারণা কার্যক্রমের সমাপনী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওইদিন সকালে এ সমাবেশ উপলক্ষ্যে র্যালী বের করা হয় এবং এ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে সমাজসেবা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কিশোরী তাসরিন তন্নীর সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো. তোফাজ্জল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, পিডাবিøউডি’র নির্বাহী পরিচালক হুসনেয়ারা জলি, কিশোরী খাদিজাতুল কুবরা প্রমূখ।
বক্তারা কিশোরীদের কাজের প্রশংসা করেন ও তাদের কার্যক্রম চলমান রাখেতে সরকারি সহায়তার প্রতিশ্রæতি দেন। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলো কিশোরীদের কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা মেডেল প্রদান করেন। এ সমাবেশে অংশ নেয় ৭৫ জন কিশোরী। এ কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, দলীয় উপস্থাপন, স্টল পরিদর্শন, মেডেল প্রদান ও খেলাধুলা। এতে অর্থায়ন করছে ইউএনএফপিএ এবং কেয়ার বাংলাদেশ সহযোগিতা দিচ্ছে । এ একল্প মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেছে পরিবর্তন, ডিডিপি, পরস, এমএমইউএস ও পিডাবিøউডি নামে ৫টি বেসরকারি উন্নয়ন সংস্থা। গণ উন্নয়ন কেন্দ্র রয়েছে লীড এনজিও হিসেবে।