ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নোয়াখালীতে ৬টি আসনে মনোনয়ন পত্র জমা পড়েছে ৫৫টি  

নোয়াখালীতে ৬টি আসনে মনোনয়ন পত্র জমা পড়েছে ৫৫টি  

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী ৬টি আসনের বর্তমান ৫ জন সংসদ সদস্য সহ এবং নৌকা মার্কার মনোনীত প্রার্থী ৬জন সহ ৫৫ জন মনোনয়ন জমা দিয়েছেন।

বৃহপতিবার শেষ দিন সন্ধায়, নয়টি উপজেলা ছয়টি আসনের অনলাইন অবলাইনে সর্ব মোট ৫৫ মনোনয়ন জমা পড়েছে বিষয়টি নিশ্চিত করেন রিটানিং অফিসার ও জেলা প্রসাশক দেওয়ান মাহবুব রহমান।

জেলা হেভীওয়েট আসনে পরিচিত কোম্পগন্জ কবিরহাট -৫ আসনে আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের পক্ষে, মনোনয়ন জমা দেন ছোট ভাই আবদুল কাদের মির্জা, উপজেলা চেয়ারম্যান সাহাবউদ্দিন সহ নেতৃবৃন্দ। জেলা সদর সূর্বনচর ৪ আসনে বর্তমান এমপি একরামুল করিম চৌধুরী, ৩ আসনে মামুনুর রশীদ কিরন, দুই আসনে মোরশের আলম, ১ আসনে এ এইচ এম ইবরাহীম ও ৬ আসনে সাবেক এমপি মোহাম্মদ আলী সহ ৫৫ জন জমা দিয়েছেন। স্বতন্ত্র সদর চার আসনে এডভোকেট শিহাব উদিন শাহীন, নোয়াখালী -৩ বেগমগঞ্জ আসনে জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মিনহাজ আহমেদ জাবেদ, এছাড়া জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ডা এ বি এম জাফর উল্যাহ, নোয়াখালী -২ আসনে আতাউর রহমান ভূঁইয়া মানিক, লায়ন জাহাঙ্গীর আলম মানিক, নোয়াখালী -১ আসনে প্রধানমন্ত্রী ব্যাক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম উলেখযোগ্য প্রার্থী হিসেবে জেলা - উপজেলা নির্বাচন অফিসে বিকাল পাঁচটা পযর্ন্ত এ মনোনয়ন পত্র জমা প্রদান করেন। এ সময় জেলা- উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জমা,মনোনয়ন,নোয়াখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত