দিনাজপুর-৫ আসনে অষ্টমবারের মতো আওয়ামী লীগের প্রার্থী ফিজার, মনোনয়নপত্র দাখিল 

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:০৬ | অনলাইন সংস্করণ

  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর -৫ (ফুলবাড়ী -পার্বতীপুর) আসন থেকে অষ্টমবারের মতো আওয়ামী লীগের প্রার্থী হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করেছেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার। 

বৃহস্পতিবার আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাচন রিটানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।

তিনি বলেন, ‘৩৫ বছর ধরে এলাকার মানুষ ভালোবেসে তাঁদের প্রতিনিধি বানিয়ে রেখেছেন। দেশ, মানুষ ও দলের জন্য কাজ করে যাচ্ছি।

তাঁদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করছি। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ প্রায় সবক্ষেত্রে সেবা নিশ্চিত করার চেষ্টায় সফলতা পেয়েছি। অষ্টমবারের মতো দল আস্থা রেখেছে আমার ওপর। জয় পেলে এবার দক্ষ মানবসম্পদ তৈরিতে সর্বাধিক নজর রাখব।’

মোস্তাফিজুর রহমান ফিজার ১৯৮৬ সালে দিনাজপুর-৫ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ধারাবাহিকভাবে সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সপ্তমবারের মতো সংসদ সদস্য হন। তিনি সংসদ সদস্যের পাশাপাশি বিভিন্ন সংসদীয় কমিটির সদস্য, ২০০৯ সালে প্রতিমন্ত্রী এবং ২০১৪ সালে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।দশম শ্রেণিতে পড়ার সময় রাজনীতিতে যুক্ত হন জানিয়ে মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, ঐতিহাসিক ৬ দফা ও ১১ দফার আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সাত নম্বর সেক্টরের অধীন অংশ নেন। পরে ১৯৭৭ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং ১৯৮৬ সালে আইন বিষয়ে পড়ালেখা সম্পন্ন করেন। দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ ২১ বছর এবং ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।

মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, বঙ্গবন্ধু প্রতিটি সেক্টরে যেসব পরিকল্পনা করে গিয়েছিলেন, তার প্রায় প্রতিটি বর্তমান প্রধানমন্ত্রী বাস্তবায়ন করে যাচ্ছেন। বাংলাদেশ সত্যিকারের সুন্দর ছবির দেশ হয়ে উঠছে। একজন মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক হয়ে এটা আমার বড় প্রাপ্তি।’

এলাকার  ভোটারের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, এ আসনে এখন পর্যন্ত যাঁরা মনোনয়নপত্র তুলেছেন, মোস্তাফিজুর রহমান ফিজারের সঙ্গে তাঁরা পারবেন না। এলাকায় তাঁর বিকল্প তিনি নিজেই।ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘মোস্তাফিজুর রহমান ফিজার দীর্ঘ সময় দলকে নেতৃত্ব দিয়ে আসছেন। প্রায় সব নেতা-কর্মী ও সাধারণ মানুষ তাঁর পক্ষে কাজ করবেন।’