ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নেত্রকোণার ৫আসনে আ’লীগের ৯স্বতন্ত্রসহ ৩৬জনের মনোনয়নপত্র দাখিল

নেত্রকোণার ৫আসনে আ’লীগের ৯স্বতন্ত্রসহ ৩৬জনের মনোনয়নপত্র দাখিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধীতা উপলক্ষে ৩০ নভেম্বর পর্যন্ত শেষদিনে নেত্রকোণার ৫টি আসনে ৩৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে আওয়ামীলীগের মনোনীত ৫জন ও স্বতন্ত্র ৯ জনসহ বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দ রয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, মনোনয়নপত্র দাখিলকারীগণের মধ্যে আওয়ামীলীগ, স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিকদলের মোট ৩৬জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে নেত্রকোণা- ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ৬ জন, নেত্রকোণা- ২ (সদর-বারহাট্টা) আসনে ৯ জন, নেত্রকোণা- ৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে ১০ জন, নেত্রকোণা- ৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি) আসনে ৫ জন ও নেত্রকোণা- ৫ (পূর্বধলা) আসনে ৬ জন রয়েছেন।

সূত্রমতে, নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী (আওয়ামীলীগ), গোলাম রব্বানী (জাতীয় পার্টি), মো: ছমির উদ্দিন (জাকের পার্টি), আহমদ শফি (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), আফতাব উদ্দিন (স্বতন্ত্র) আওয়ামীলীগের জান্নাতুল ফেরদৌস আরা (স্বতন্ত্র) মনোনয়নপত্র দাখিল করেছেন।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন এবিএম রফিকুল ইসলাম তালুকদার (বিএনএম), বর্তমান সংসদ সদস্য ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু (আওয়ামীলীগ), সাবেক সংসদ সদস্য ও উপ-মন্ত্রী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফ খান জয় (স্বতন্ত্র), মানিক চন্দ্র সরকার (জাকের পার্টি), মোছা: রহিমা আক্তার (আসমা সুলতানা) (জাতীয় পার্টি), মো: ইলিয়াস (ইসলামী ঐক্যজোট), মো: আমজাদ হোসেন ঠাকুর (এনপিপি), সুব্রত চন্দ্র সরকার (স্বতন্ত্র) ও মো: আজাহারুল ইসলাম খান (স্বতন্ত্র)।

নেত্রকোনা-৩ (আটপাড়া- কেন্দুয়া) আসনে বর্তমান সংসদ সদস্য অসীম কুমার উকিল (আওয়ামীলীগ), মো: জসিম উদ্দিন ভূঞা (জাতীয় পার্টি), আওয়ামীলীগের মো: আব্দুল মতিন (স্বতন্ত্র), আওয়ামীলীগের ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু (স্বতন্ত্র), আসাদুজ্জামান খান (এনপিটি), মো: সুরুজ আলী (জাকের পার্টি), আওয়ামীলীগের মঞ্জুর কাদের কোরাইশী (স্বতন্ত্র), মিজানুর রহমান খান (তৃণমূল বিএনপি), মো: এহতেশাম সারোয়ার (ইসলামিক ঐক্যজোট) ও রিগ্যান আহমেদ (কৃষক শ্রমিক জনতালীগ)।

নেত্রকোনা- ৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বর্তমান সংসদ সদস্য সাজ্জাদুল হাসান (আওয়ামীলীগ), মো: লিয়াকত আলী খান এডভোকেট (জাতীয় পার্টি), মো: মুশফিকুর রহমান (জাসদ), আওয়ামীলীগের শফি আহমেদ (স্বতন্ত্র) ও মো: আল মামুন (তৃণমূল বিএনপি) মনোনয়নপত্র দাখিল করেছেন।

নেত্রকোনা- ৫ (পূর্বধলা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আব্দুল ওয়াহাব হামিদি (তৃণমূল বিএনপি), কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠণিক সম্পাদক আহমদ হোসেন (আওয়ামীলীগ), ওয়াহিদুজ্জামান আজাদ (জাতীয় পার্টি), আওয়ামীলীগের মো: মিছবাহুজ্জামান (স্বতন্ত্র), আওয়ামীলীগের মো: মাজহারুল ইসলাম সোহেল ফকির (স্বতন্ত্র) ও বর্তমান সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীকের বড় ভাই জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপাচার্য আওয়ামীলীগের মো: আনোয়ার হোসেন (স্বতন্ত্র)।

দাখিল,মনোনয়নপত্র,আ’লীগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত