নেত্রকোণার ৫আসনে আ’লীগের ৯স্বতন্ত্রসহ ৩৬জনের মনোনয়নপত্র দাখিল

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৪ | অনলাইন সংস্করণ

  নেত্রকোণা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধীতা উপলক্ষে ৩০ নভেম্বর পর্যন্ত শেষদিনে নেত্রকোণার ৫টি আসনে ৩৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে আওয়ামীলীগের মনোনীত ৫জন ও স্বতন্ত্র ৯ জনসহ বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দ রয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, মনোনয়নপত্র দাখিলকারীগণের মধ্যে আওয়ামীলীগ, স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিকদলের মোট ৩৬জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে  নেত্রকোণা- ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ৬ জন, নেত্রকোণা- ২ (সদর-বারহাট্টা) আসনে ৯ জন, নেত্রকোণা- ৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে ১০ জন, নেত্রকোণা- ৪  (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি) আসনে ৫ জন ও নেত্রকোণা- ৫ (পূর্বধলা) আসনে ৬ জন রয়েছেন।

সূত্রমতে, নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী (আওয়ামীলীগ), গোলাম রব্বানী (জাতীয় পার্টি), মো: ছমির উদ্দিন (জাকের পার্টি), আহমদ শফি (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), আফতাব উদ্দিন (স্বতন্ত্র) আওয়ামীলীগের জান্নাতুল ফেরদৌস আরা (স্বতন্ত্র) মনোনয়নপত্র দাখিল করেছেন।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন এবিএম রফিকুল ইসলাম তালুকদার (বিএনএম), বর্তমান সংসদ সদস্য ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু (আওয়ামীলীগ), সাবেক সংসদ সদস্য ও উপ-মন্ত্রী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফ খান জয় (স্বতন্ত্র), মানিক চন্দ্র সরকার (জাকের পার্টি), মোছা: রহিমা আক্তার (আসমা সুলতানা) (জাতীয় পার্টি), মো: ইলিয়াস (ইসলামী ঐক্যজোট), মো: আমজাদ হোসেন ঠাকুর (এনপিপি), সুব্রত চন্দ্র সরকার (স্বতন্ত্র) ও মো: আজাহারুল ইসলাম খান (স্বতন্ত্র)।

নেত্রকোনা-৩ (আটপাড়া- কেন্দুয়া) আসনে বর্তমান সংসদ সদস্য অসীম কুমার উকিল (আওয়ামীলীগ), মো: জসিম উদ্দিন ভূঞা (জাতীয় পার্টি), আওয়ামীলীগের মো: আব্দুল মতিন (স্বতন্ত্র), আওয়ামীলীগের ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু (স্বতন্ত্র), আসাদুজ্জামান খান (এনপিটি), মো: সুরুজ আলী (জাকের পার্টি), আওয়ামীলীগের মঞ্জুর কাদের কোরাইশী (স্বতন্ত্র), মিজানুর রহমান খান (তৃণমূল বিএনপি), মো: এহতেশাম সারোয়ার (ইসলামিক ঐক্যজোট) ও রিগ্যান আহমেদ (কৃষক শ্রমিক জনতালীগ)। 

নেত্রকোনা- ৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বর্তমান সংসদ সদস্য সাজ্জাদুল হাসান (আওয়ামীলীগ), মো: লিয়াকত আলী খান এডভোকেট (জাতীয় পার্টি), মো: মুশফিকুর রহমান (জাসদ), আওয়ামীলীগের শফি আহমেদ (স্বতন্ত্র) ও মো: আল মামুন (তৃণমূল বিএনপি) মনোনয়নপত্র দাখিল করেছেন।

নেত্রকোনা- ৫ (পূর্বধলা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আব্দুল ওয়াহাব হামিদি (তৃণমূল বিএনপি), কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠণিক সম্পাদক আহমদ হোসেন (আওয়ামীলীগ), ওয়াহিদুজ্জামান আজাদ (জাতীয় পার্টি), আওয়ামীলীগের মো: মিছবাহুজ্জামান (স্বতন্ত্র), আওয়ামীলীগের মো: মাজহারুল ইসলাম সোহেল ফকির (স্বতন্ত্র) ও বর্তমান সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীকের বড় ভাই জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপাচার্য আওয়ামীলীগের মো: আনোয়ার হোসেন (স্বতন্ত্র)।