সিরাজগঞ্জে চর্বিতে রং মিশিয়ে মাংস বিক্রির দায়ে জরিমানা
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১৭:১০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে চর্বিতে রং মিশিয়ে গরুর মাংস হিসেবে বিক্রির অপরাধে ২ মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ। অর্থদন্ডপ্রাপ্তরা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর ওয়াপদা বাঁধ এলাকার জুলমত আলী ও কড্ডার মোড়ে রেজাউল করিম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ওই ২টি এলাকায় মাংসের দোকানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মাংসের সাদা চর্বিতে রং মিশিয়ে মাংস হিসেবে বিক্রি করে গ্রাহকদের সাথে প্রতারণার সময় তাদের হাতে-নাতে ধরা হয়। এ প্রতারণার অপরাধে তাদেরকে ৫ হাজার করে জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে ওই অধিদপ্তর থেকে জানানো হয়েছে।