সীতাকুণ্ডে সতন্ত্র প্রার্থী থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা এমপি দিদারুল আলমের

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ২৩:০৪ | অনলাইন সংস্করণ

  সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ড সংসদীয় আসনে  শতন্র  প্রার্থী  হিসেবে মনোনয়ন পত্র দাখিল করার একদিন পর সড়ে দাঁড়ানোর ঘোষণা এমপি দিদারুল আলমের ।

শুক্রবার সন্ধ্যায় সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সিটি গেইটস্হ নিজ বাসভবনে আমন্ত্রণ জানিয়ে তিনি এই ঘোষণা দেন ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দুই বার বাংলাদেশ জাতীয় সংসদের এমপি বানিয়েছেন । আমার পরিবারের একশটি মানবিক সংগঠনের মাধ্যমে এমপি না হওয়ার আগেও বিভিন্ন  সামাজিক কাজ করেছি । এমপি হওয়ার সুবাদে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে দশ বছর  সীতাকুণ্ডে অনেক উন্নয়ন করেছি । সমাজের কাজ করতে এমপির চেয়ার থাকতে হবে বলে আমি মনে করিনা না থাকলেও উন্নয়ন করা যায় । আমি আবারও আগের মতো নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজে অবদান রেখে যাবো । এমপি দিদারুল আলম আরো বলেন আমি নৌকার মানুষ নেত্রী যাকে নৌকা প্রতিক দিয়েছেন আমি তার পক্ষেই আছি । মনোনয়ন  পত্র  দাখিলের একদিনের মাথায় সড়ে দাঁড়ানোয় কোন চাপ আছে কিনা  সাংবাদিকদের প্রশ্নের জবাবে কারো কোন চাপে তিনি নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর কথা  প্রশ্নই আসেনা বলে উক্তি করে বলেন সবাই আমরা নৌকার মানুষ আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই । তিনি বলেন আমি দশ বছর উন্নয়ন করেছি বাকিটা নতুন এমপি আসলে করবে । উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার বিকাল চারটায় সীতাকুণ্ড উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এমপি দিদারুল আলমের শতন্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের চব্বিশ ঘণ্টা পর সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি ।