শ্রীপুরে আশ্রয়ণ প্রকল্পের কৃষকদের সঙ্গে সচিবের মতবিনিময়
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ১৮:০৩ | অনলাইন সংস্করণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে জেলার সর্ববৃহৎ আশ্রয়ণ কেন্দ্র উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। ৮ একর ৯০ শতাংশ জমির উপর নির্মাণ করা ১৪২টি গৃহহীন পরিবার সেখানে বসবাস করছেন।
গতকাল শনিবার সকালে আশ্রয়ণ কেন্দ্রে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে উৎসাহিত করতে উপকারভোগী কৃষক-কৃষাণীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী। মতাবিনিময় শেষে উপকারভোগীদের হাতে লাগানো বিভিন্ন শাক-সবজির বাগান পরিদর্শন করেন তিনি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় ইউপি সদস্য হাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক ড. আকরাম হোসেন চৌধুরী, জেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা প্রমুখ।