ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে কৃষক প্রশিক্ষণ

সব্জি উৎপাদনে পোকামাকড়ের সম্বনিত দমন ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ

সব্জি উৎপাদনে পোকামাকড়ের সম্বনিত দমন ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ

নিরাপদ সব্জি উৎপাদনে পোকামাকড়ের সম্বনিত দমন ব্যবস্থাপনা (আইপিএম) র্শীষক কৃষক প্রশিক্ষণ রংপুর বিনা উপকেন্দ্রে অণুষ্ঠিত হয়। আজ শনিবার সকালে বিনার সহযোগিতায় এতে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড, মির্জা মোফাজ্জল ইসলাম ।

রংপুর বিনার ভারপ্রাপ্ত কর্মকতা ড, মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ডিএই রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: আফতাব হোসেন, বিনা কীটতত্ব বিভাগের উধ্বতন কর্মকর্তা মো. শেফাউর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মো: আরাফত হোসেন তপু , কৃষিবিদ বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মোতাব্বের রহমান প্রমূখ ।

এই কৃষক প্রশিক্ষণে ৫০ জন কৃষক কৃষানি উপস্থিত থেকে নিরাপদ সব্জি উৎপাদনে পোকামাকড়ের সম্বনিত দমন ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ গ্রহণ করেন ।

নিরাপদ,সব্জি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত