রংপুর ৪,৫ ও ৬ আসনের মনোনয়নে বৈধ ১৫ জন, ৪ জনের বাতিল

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৪২ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাছাই বাছাইয়ের শেষ দিনে রংপুর ৪,৫ ও ৬ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। স্পীকার , বানিজ্য মন্ত্রীর মনোনয়ন বৈধ করেছে রংপুর জেলা রিটানিং অফিসার।

আজ রোববার সকাল থেকে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে বিকেল ৪টা পর্যন্ত এ যাচাইবাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।রংপুর ৪ আসনে নৌকা মার্কার প্রার্থী বানিজ্যমন্ত্রী টিপু মুনশি,৫ আসনে রাশেক রহমান,৬ আসনে স্পীকার শিরিন শারমিনসহ জাতীয় পার্টি ছাড়া অন্যান্য দলের মোট ১৫ জন প্রার্থীকে বৈধ ঘোষনা করে জেলার রিটার্নিং কর্মকর্তা।

এদিকে রংপুর ৫ আসনের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেনসহ আরো একজনের মনোনয়ন স্থগিত ও ৪ জনের দাখিল করা কাগজপত্রে অসঙ্গতি থাকায় মনোনয়ন পত্র বাতিল করেন রংপুরের রিটানিং অফিসার মোবাশ্বের হাসান।

রংপুরে-৪ আসনে বৈধপ্রার্থী ১। টিপু মুনশি, সদস্য, রংপুর জেলা আওয়ামী লীগ-আওয়ামী লীগ প্রার্থী। ২। মোস্তফা সেলিম বেঙ্গল, যুগ্ম-মহাসচিব, জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটি-জাতীয় পার্টির প্রার্থী। ৩। মোঃ সিরাজুল ইসলাম, সদস্য সচিব, বাংলাদেশ কংগ্রেস রংপুর জেলা- বাংলাদেশ কংগ্রেস প্রার্থী। ৪। মোঃ হাকিবুর রহমান, স্বতন্ত্র-সদস্য, রংপুর জেলা আওয়ামীলীগ।

রংপুরে-৫ আসন বৈধ প্রার্থী ১। রাশেক রহমান-যুগ্নু আহবায়ক মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগ। ২। আনিসুর রহমান-আহ্বায়ক, মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টি। ৩। আব্দুল বাতেন – বিএনএফ। ৪। মোঃ মাহবুবুর রহমান-আহ্বায়ক, বাংলাদেশ কংগ্রেস, মিঠাপুকুর উপজেলা।- ৫। মোঃ আব্দুল হালিম মন্ডল-আহ্বায়ক, কৃষক শ্রমিক জনতা লীগ, মিঠাপুকুর উপজেলা শাখা। ৬। মোঃ এনামুল হক-সদস্য, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, রংপুর জেলা শাখা। ৭। মোঃ শামীম মিয়া- সহ-সভাপতি, জাকের পার্টি, মিঠাপুকুর উপজেলা শাখা।

স্থগিত প্রার্থী ১। মোঃ আব্দুল ওয়াদুদ মিয়া-যুগ্ন আহবায়ক, বাংলাদেশ সুপ্রিম পার্টি, মিঠাপুকুর উপজেলা শাখা।- স্বাক্ষর না থাকায়,স্থগিত। ২। জাকির হোসেন সরকার-স্বতন্ত্র- সদস্য মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগ।- একটি মামলার তথ্যের সঠিকতা যাচাই এর জন্য স্থগিত।

রংপুরে-৬ আসন  বৈধ প্রার্থী ১। ড. শিরিন শারমিন চৌধুরী- সাবেক সদস্য ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটি। ২। নুরে আলম যাদু মিয়া- সাধারণ সম্পাদক, পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি। ৩। হুমায়ুন ইজাজ- সভাপতি, এনপিপি, পীরগঞ্জ উপজেলা শাখা। ৪। মোঃ জাকারিয়া হোসেন-সাংগঠনিক সম্পাদক, (রংপুর বিভাগ) কল্যান পার্টি কেন্দ্রীয় কমিটি।

স্থগিত প্রার্থী ২। বেদারুল ইসলাম- সহ-সভাপতি, জাকের পার্টি ছাত্র-ফ্রন্ট, রংপুর জেলা শাখা।- আয়কর রিটার্ন জমা না দেওয়ায় স্থগিত। #অবৈধ প্রার্থী ১। সিরাজুল ইসলাম সিরাজ- স্বতন্ত্র/ সদস্য, পীরগঞ্জ উপজেলা ও রংপুর জেলা আওয়ামী লীগ। ১% ভোটর না মেলায় বাতিল । ২। তাকিয়া জাহান চৌধুরী – স্বতন্ত্র- ১% ভোটার না মেলায় বাতিল। ৩। মোঃ ইকবাল হোসেন লিপ্ত- সদস্য, কেন্দ্রীয় তৃণমূল বিএনপি। মামলার তথ্য গোপনের দায় বাতিল। ৪। মো: মাহবুল আলম, সদস্য, বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রীয় কমিটি – ফরম সঠিক ভাবে ফিলাপ না করাই বাতিল।