ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় সংসদ নির্বাচনে 

সিরাজগঞ্জের ৩টি আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

সিরাজগঞ্জের ৩টি আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিন সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৩টি আসনে আওয়ামীলীগের ৫ সতন্ত্র প্রার্থীসহ ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ মনোনয়নপত্র বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এ ঘোষণা দেন।

জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মনোনয়নপ্রত্র যাচাই বাছাইয়ের প্রথম দিন রোববার সিরাজগঞ্জ-১ আসনে (কাজিপুর ও সদরের একাংশ), সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। এ যাচাই বাছাই শেষে মৃত ভোটারের স্বাক্ষ্যও ও স্বাক্ষর কমসহ বিভিন্ন কারনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

প্রার্থীরা হলেন, সিরাজগঞ্জ-১ আসনে (আ’লীগ স্বতন্ত্র) প্রার্থী গোলাম মোস্তফা তালুকদার ও (জাকের পার্টির) রেজাউল করিম, সিরাজগঞ্জ-২ আসনে (তৃণমূল বিএনপি) প্রার্থী সোহেল রানা ও সিরাজগঞ্জ-৩ আসনে (আ’লীগ স্বতন্ত্র) প্রার্থী শরিফুল আলম খন্দকার, (আ’লীগ স্বতন্ত্র) সাখাওয়াত হোসেন সুইট, (আ’লীগ স্বতন্ত্র) আব্দুল হালিম খান দুলাল ও (আ’লীগ স্বতন্ত্র)স্বপন কুমার রায় , নুরুল ইসলাম (স্বতন্ত্র), মোজাফফর হোসেন (স্বতন্ত্র) ও নুরুল ইসলাম প্রামানিক (মুক্তিজোট)।

বাছাইয়ে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এছাড়া ৪ ডিসেম্বর সোমবার জেলার ৪, ৫ ও ৬ সংসদীয় আসনের মনোনয়নপত্র বাছাই করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,প্রার্থী,বাতিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত