ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে হেনরীকে ফুলেল শুভেচ্ছা

সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে হেনরীকে ফুলেল শুভেচ্ছা

জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) সংসদীয় আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. জান্নাত আরা হেনরীকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রোববার সকালে প্রেসক্লাবের পক্ষ থেকে শহরের মুজিব সড়ক এলাকায় ভাষা সৈনিক প্রয়াত মোতাহার হোসেন তালুকদারের বাড়ীতে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস, সাবেক সহ-সভাপতি এস,এম তফিজ উদ্দিন, সাংবাদিক এ এইচ ফিরোজী, জহুরুল ইসলাম, আমিনুল ইসলাম, আহসান হাবিব মুন্না, নুরুল ইসলাম রইসী, স্বপন চন্দ্র দাস, রফিকুল ইসলাম, আলমগীর কবির, সুজন সরকার, সাজিরুল ইসলাম সঞ্চয়, এস এম আল আমিন, বদরুল আলম দুলাল, হুমায়ুন কবির সুমন, শাহিন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

ড. জান্নাত আরা হেনরী বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমার পাশে থাকবেন এবং আপনারা জাতির বিবেক। এবারের নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে এসে ভোট দেয়ার জন্য অবগত করবেন। আওয়ামীলীগ দেশের জন্য, মানুষের জন্য কাজ করছে। নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন সম্ভব। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি আমার উপর আস্থা রেখেছেন। সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিপুল ভোটে বিজয় করার আহবান জানান তিনি।

সিরাজগঞ্জ,হেনরী,শুভেচ্ছা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত