রাঙামা‌টি আস‌নে দীপংকর-উষাতনসহ ৫ জ‌নের ম‌নোনয়ন বৈধ

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৮ | অনলাইন সংস্করণ

  রাঙামা‌টি প্রতি‌নি‌ধি

রাঙামা‌টি ২৯৯ সংসদীয় আসনে যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। আসনটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার ও জেএসএস সম‌র্থিত উষাতন তালুকদারসহ পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হো‌সেন খান। 

রোববার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সভা কক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তাসহ পাঁচ প্রার্থী উপস্থিত ছিলেন।

রাঙামা‌টি সংসদীয় নির্বাচনে বৈধ প্রার্থীরা হলেন দীপংকর তালুকদার ( আওয়ামী লীগ), উষাতন তালুকদার ( স্বতন্ত্র- জেএসএস), হারুনুর র‌শিদ মাতব্বর ( জাতীয় পা‌র্টি), অমর কুমার দে ( স্বতন্ত্র ) ও হাফেজ মিজানুর রহমান ( তৃনমুল বিএন‌পি)।

নির্বাচনে লড়তে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছিলেন মাত্র ৫ জন। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল ৩০ ন‌ভেম্বর এবং প্রার্থিরা তাদের মনোনয়ন আগামী ১৭ ডি‌সেম্ব‌রের মধ্যে প্রত্যাহার করতে পারবেন।