পাবনা-২ আসনে বিএনএম প্রার্থী সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ২১:২৭ | অনলাইন সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনের মনোনয়নপত্র যাচাই বাচাই শেষে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান তার মনোনয়নপত্র বাতিল করেন। ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে তিনি জানান।

এব্যাপারে প্রার্থী ডলি সায়ন্তনী বলেন, কার্ডের বিষয়টি আমার নলেজে ছিল না। বিষয়টি আমি দ্রুত সমাধান করে আপিল করবো। আপিলে আমার মনোনয়নপত্র ফিরে পাবো বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি ২৯ নভেম্বর বিকেল ৪টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজেই উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

বিএনএম প্রার্থী সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর আরো বলেন, আমার জন্ম পাবনা শহরের সোনাপট্টি এলাকায়। দাদার বাড়ি সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভায়না গ্রামে। এজন্য আমি  সেখানে প্রার্থী হয়েছি। আশা করি পাবনা-২ আসনের মানুষ আমার পাশে থাকবে।