ফেনীতে অবরোধ সমর্থনে অটোরিকশায় আগুন, আটক ১

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০১ | অনলাইন সংস্করণ

  ফেনী প্রতিনিধি

ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে দাঁড়িয়ে থাকা দু’টি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে অবরোধ সমর্থকেরা। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ৮ থেকে ১০ জন পেট্রোল ঢেলে সিএনজি দুইটিতে অগ্নিসংযোগ করে। এ সময় তাদের ইটের আঘাতে ইকবাল হোসেন নামে এক সিএনজি চালক আহত হন।

এই ঘটনায় জেলা ছাএদলের সহসভাপতি  ইকবাল হোসেন নামের আটক করে।

এর আগে, সেখানে ওই দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানা গেছে। পরে পুলিশের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে।

অপর দিকে হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ সমর্থনে ফেনীর এসএসকে সড়কের মহিপাল অংশে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মু. দেলোয়ার হোসাইন দোলন ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালের নেতৃত্বে মিছিল বের করা হয়।

ফেনী মডেল থানার পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, গাড়ি দুইটি দাঁড়িয়ে ছিল। গাড়ির বেশকিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।