ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে ৫টি আসনে মনোনয়নপত্র বাতিল ৭ জনের, বৈধ ৩৮ জন

নারায়ণগঞ্জে ৫টি আসনে মনোনয়নপত্র বাতিল ৭ জনের, বৈধ ৩৮ জন

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে থেকে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। সোমবার ৪ ডিসেম্বর দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে ঋনখেলাপি ও জামানত না দেয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। বৈধ হয়েছেন ৩৮ জন প্রার্থী।

মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আনোয়ার হোসাইন, জেলা নির্বাচন অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বী প্রমুখ। জামানত না দেয়ায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে সুপ্রীম পার্টির আফাজ উদ্দিন মোল্লার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফুল ইসলাম স্বাক্ষর না করায় ও কংগ্রেস এর জিকে মামুন দিদার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড ঋণ খেলাপি থাকায় মনোনয়নপত্র বাতিল হয়েছে। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাকের পার্টির জামিল মিজি জামিনদাতা ঋনখেলাপি হিসেবে মনোনয়নপত্র বাতিল হয়েছে। একই কারণে একই আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী সিরাজুল হকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী রাশেদুল ইসলামের দাখিলকৃত ১ শতাংশ ভোটারের মধ্যে বাছাইকৃত ১০ জন ভোটারের সাক্ষর যাচাই করে ৪ জন ভোটারের সাক্ষর সঠিক না পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী দেলোয়ার হোসেন ফরম সঠিকভাবে পূরণ না করায় এবং ১ শতাংশ ভোটারের তথ্য দাখিল না করায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে কারো মনোনয়নপত্র বাতিল হয়নি।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ১০ জন মনোনয়নপত্র দাখিলকারী ৯ জন বৈধ হয়েছেন। তারা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ও তৃনমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, জাতীয় পার্টির প্রার্থী মোঃ সাইফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী মোঃ শাহজাহান ভূইয়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ জয়নাল আবেদন চৌধুরী, স্বতন্ত্র থেকে মন্ত্রীপুত্র গাজী গোলাম মর্তুজা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাবিবুর রহমান, ইসলামী ফ্রন্ট থেকে একেএম শহীদুল ইসলাম, জাকের পার্টি থেকে মোহাম্মদ জোবায়ের আলম ভূঁইয়া।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ৬ জন মনোনয়নপত্র দাখিলকারী মধ্যে ৪ জন বৈধ হয়েছেন । তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জাতীয় পার্টির আলমগীর সিকদার লোটন, তৃণমূল বিএনপির প্রার্থী আবু হানিফ হৃদয়, জাকের পার্টির মোঃ শাহজাহান।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ১৩ জন মনোনয়নপত্র দাখিলকারী মধ্যে ১১ জন বৈধ হয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগ থেকে সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, বিএনএম মনোনীত প্রার্থী এবিএম ওয়ালিউর রহমান খান, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. মজিবুর রহমান মানিক, বিকল্পধারা বাংলাদেশ মনোনীত প্রার্থী নারায়ণ দাস, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এরফান হোসেন দ্বীপ, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মারুফুল ইসলাম ঝলক, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এএইচএম মাসুদ, স্বতন্ত্র প্রার্থী মোসাম্মৎ রুবিয়া সুলতানা, মুক্তিজোটের মোঃ আরিফ, বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম হোসাইন।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনে ১১ জন মনোনয়নপত্র দাখিলকারী মধ্যে ৯ জন বৈধ হয়েছে। তারা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান, জাতীয় পার্টি থেকে সালাউদ্দিন খোকা মোল্লা, জাকের পার্টি থেকে মুরাদ হোসেন জামাল, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে মোঃ হাবিবুর রহমান, তৃণমূল বিএনপি থেকে আলী হোসেন, সুপ্রীম পার্টি থেকে মোঃ সেলিম আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির শহিদ উন নবী, বাংলাদেশ কংগ্রেস থেকে গোলাম মুর্শেদ রনি, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে মোঃ ছৈয়দ হোসেন।

নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসন থেকে ৫ জন মনোনয়নপত্র দাখিলকারী সকল প্রার্থী বৈধ হয়েছেন। তারা হলেন, জাতীয় পার্টি থেকে একেএম সেলিম ওসমান, তৃনমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মোঃ আব্দুল হামিদ ভাসানী ভূইয়া, ইসলামী ফ্রন্ট থেকে এএমএস একরামুল হক, জাকের পার্টি থেকে মো. মোর্শেদ হাসান, বাংলাদেশ সুপ্রীম পার্টির ছামছুল ইসলাম।

নারায়ণগঞ্জ,বৈধ,মনোনয়নপত্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত