কক্সবাজার-৪ (টেকনাফ- উখিয়া) আসনের ৯ প্রার্থীর মধ্যে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহীন ইমরান।
রোববার (৪ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে ।
বৈধ প্রার্থীর তালিকায় আছে কক্সবাজার-৪ (টেকনাফ- উখিয়া) আসনে নৌকার মনোনীত প্রার্থী ও আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার, জাতীয় পার্টির প্রার্থী নুরুল আমিন সিকদার ভুট্টো,বাংলাদেশ কংগ্রেসের মোঃ ইসমাইল,তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গনি চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদ আলম।
এছাড়া কক্সবাজার -৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির পুত্র দাবীদার মোঃ ইসহাক, জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুর ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল বশর মনোনয়ন বাতিল করা হয়েছে।
এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ৯ জন প্রার্থী। এর মধ্যে দিয়ে শেষ হল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই পর্ব।