মহেশখালীতে সাবেক ইউপি সদস্যেকে পিটিয়ে হত্যা

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ২০:১১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের মহেশখালী উপজেলার পান বরোজের ইজারার টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ নাছির উদ্দীন (৭০) নামে সাবেক এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার শাপলাপুর ইউনিয়ের মনিপুর পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ নাছির উদ্দীন শাপলাপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং স্থানীয় আছাদ আলীর ছেলে।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তি জানিয়েছেন, শাপলাপুরের মনিপুরে স্থানীয় নুরুল ইসলামের কাছে পান চাষের জন্য জমি ইজারা দেন শাপলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নাছির উদ্দীন। চাষের জমির ইজারা নিয়ে এক পর্যায়ে দু পক্ষের মধ্যে বিরোধ হয়। এ বিরোধের জের ধরে নাছির উদ্দীনকে মারধর করা হয়। এতে আহত নাছির উদ্দিনকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, ঘটনায় জড়িতদের ধরতে ‍পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে।