সিরাজগঞ্জ সদর উপজেলার চরবালি ঘুগডড়ি গ্রামের মাঠ থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগে নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, ওই উপজেলার নলচেপড়া গ্রামের শফিকুল ইসলাম (৪৫), সীমা বেগম (৩৫) ও সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার রাব্বি (২৪)। সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত গ্রামের মাঠ থেকে রোববার দুপুরের দিকে ওই নারী একটি গরু চুরি করে সহযোগীদের সাথে নিয়ে যাচ্ছিল। এ সময় জনগণ তাদের আটক করে এবং ৯৯৯ এ ফোন দেয়। এ ফোনের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে গরু উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।