পাবনার সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানা পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ জনি শেখ(৩১)নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে পাবনা সদর থানার বলরামপুর গ্রামের রানু শেখের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়,গত সোমবার(৪ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মিজানুর রহমানের নির্দেশনা মতে পুলিশ পরিদর্শক(তদন্ত)আমিনুল ইসলাম ও এস আই নজরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয়ফোর্সসহ অভিযান চালিয়ে পাবনা-ঢাকা মহসড়কের আতাইকুলা বাজারে স্কয়ার মার্কেটের সামনে থেকে মাদক ব্যবসায়ী জনি শেখকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং একটি পালসার মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।
আতাইকুলা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে এবং মঙ্গলবার(৫ডিসেম্বর) পাবনা আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।