ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কাভার্ডভ্যানে আগুনের  ঘটনায় ৩ বিএনপি নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জে কাভার্ডভ্যানে আগুনের  ঘটনায় ৩ বিএনপি নেতা গ্রেপ্তার

বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম নামকস্থানে করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনায় বিএনপির ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, সাবেক এমপি এম আকবর আলীর পিএস ও বড়হর ইউনিয়ন বিএনপির নেতা ফরমান আলী (৩৮), একই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির নেতা মোকদম দপ্তরী (৪৫) ও দূর্গানগর ইউনিয়ন ছাত্রদলের নেতা নুর মোহাম্মদ (২৫)। উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বিএনপির ডাকা নবম দফা অবরোধের প্রথম দিন রোববার রাতে উল্লেখিত স্থানে কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়া হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে গিয়ে এ আগুন নিয়ন্তনে আনে। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ ও ভেতরে থাকা কিছু মালামাল পুড়ে যায়। এ ব্যাপারে ওই কুরিয়ার সার্ভিসের প্রতিনিধি শাহ আলম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত