সিরাজগঞ্জে কাভার্ডভ্যানে আগুনের ঘটনায় ৩ বিএনপি নেতা গ্রেপ্তার
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৮:৫০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম নামকস্থানে করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনায় বিএনপির ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, সাবেক এমপি এম আকবর আলীর পিএস ও বড়হর ইউনিয়ন বিএনপির নেতা ফরমান আলী (৩৮), একই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির নেতা মোকদম দপ্তরী (৪৫) ও দূর্গানগর ইউনিয়ন ছাত্রদলের নেতা নুর মোহাম্মদ (২৫)। উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বিএনপির ডাকা নবম দফা অবরোধের প্রথম দিন রোববার রাতে উল্লেখিত স্থানে কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়া হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে গিয়ে এ আগুন নিয়ন্তনে আনে। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ ও ভেতরে থাকা কিছু মালামাল পুড়ে যায়। এ ব্যাপারে ওই কুরিয়ার সার্ভিসের প্রতিনিধি শাহ আলম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।