ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

‘আমি হালুয়া রুটির রাজনীতি করতে আসিনি’

‘আমি হালুয়া রুটির রাজনীতি করতে আসিনি’

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) কেন্দ্রীয় মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান বলেছেন, আমি হালুয়া রুটির রাজনীতি করতে আসিনি। এদেশের মানুষের মুখে হাসি ফুঁটাতে এসেছি।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

ড. শাহজাহান বলেন, ২০১৮ সালের পর আমরা একটা পরিচ্ছন্ন রাজনীতি করতে মাঠে নেমেছি। বিএনএম মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। সরকার বলছে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, আমরা শেষ দিন পর্যন্ত পর্যবেক্ষন করবো। নির্বাচনের সুষ্ঠুধারাটা ফিরিয়ে আনতে হবে।

তিনি আরো বলেন, চাঁদপুর-লক্ষীপুর-কুমিল্লায় আমি জাতীয়বাদী রাজনীতি শুরু করেছি। আমি প্রথম বাংলাদেশে গ্লোবাল পিস অ্যাম্বাসেডর হয়েছি। আমরা মানুষের জন্য পরিচ্ছন্ন রাজনীতি করতে চেয়েছি। ২০১৮ সালের পর আমরা একটা পরিচ্ছন্ন রাজনীতি করতে মাঠে নেমেছি। গুম-খুন,অপহরণমুক্ত সমাজ ও মানুষ সুখে নিদ্রা যাবে সে অবস্থা এ দেশে নেই।

বিএনএম কেন্দ্রীয় মহাসচিব বলেন, একটা দেশে সব মতের লোক থাকবে। মানুষের মত প্রকাশের স্বাধীনতা নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।

তিনি বলেন, চাঁদপুর আমার নিজ এলাকা। চাঁদপুর নিয়ে আমার অনেক ভাবনা আছে। চাঁদপুরে প্রধানমন্ত্রী ও অনেক মন্ত্রী ছিল। চাঁদপুরের অনেক সুনাম ও ঐতিহ্য রয়েছে। ঢাকার পূর্বাচলে একটা জায়গা ছিলো তা আমি দান করে দিয়েছি। মানুষের মৌলিক মানবাধিকার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমি যদি এমপি, মন্ত্রী হই তাহলে সরকার, বিশ্বব্যাংক, কাবিখার টাকা আমার জন্য হারাম। ইলেকট্রনিক্স সাংবাদিকতা আমি শুরু করেছি। আমি বিশ্বাস করি রাজনীতিতে যত মানুষের কথা বলা যায়, অন্য পেশায় তা করা সম্ভব নয়। উন্নয়ন হচ্ছে কিন্তু টেকসই উন্নয়ন হচ্ছে না। লুট করে বেগম পাড়ায় টাকা পাঠানো হচ্ছে।

এসময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আল ইমরান শোভনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, জালাল চৌধুরী, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক,চাঁদপুর ডট টিভি’র সম্পাদক, প্রকাশক ও আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ শওকত আলী,সাবেক সাধারন সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিল।

চাঁদপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত