আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:১২ | অনলাইন সংস্করণ

  আশুলিয়া প্রতিনিধি

ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এসময় বাসের পিছনের ৫ টি সিট (বসার আসন) পুড়ে যায়। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি। 

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, সকালে ইতিহাস পরিবহনের (ঢাকা মেট্টো- ব ১৫- ৩২৯৫) একটি বাস চন্দ্রা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি সকাল সাড়ে ১০ টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় পৌছলে দৃর্বৃত্তরা যাত্রী বেসে বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন বাসের আগুন দ্রুত নিভিয়ে ফেলে। দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বাসটির তেমন ক্ষয়-ক্ষতি না হলেও ৫ টি সিট পুড়ে গেছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই সাদরুজ জামান বলেন, বাসটি এই মহুর্তে বাড়ইপাড়ায় নিরাপদ স্থানে রাখা হয়েছে। বাসে কেউ যাত্রীবেশে আগুন লাগিয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।