ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বড় ভাইয়ের মৃত্যুর পর ছোট ভাই মারা গেলেন 

সিরাজগঞ্জে বড় ভাইয়ের মৃত্যুর পর ছোট ভাই মারা গেলেন 

সিরাজগঞ্জের সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রামে বড় ভাইয়ের মৃত্যুর পর ছোট ভাই মারা গেলেন। তাদের এমন মৃত্যুতে এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। মঙ্গলবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই ২ ভাইয়ের মৃত্যু হয়। তারা হলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক এজিএম ওই গ্রামের আলহাজ নূর মুহাম্মাদ তালুকদার (৮৪) ও তার ছোটভাই সাবেক অধ্যক্ষ জহুরুল ইসলাম তালুকদার (৭৯)। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের জানান, ওই ২ ভাই গ্রামের গর্বিত কৃতিসন্তান এবং বিশিষ্ট সমাজসেবক ছিলেন। বড়ভাই বনবাড়িয়া বাইতুন নূর জামে মসজিদ, নূরানী মাদরাসা ও কবরস্থানের সভাপত্বি ছিলেন এবং ছোটভাই গোলকপুর ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ ছিলেন। এ দুই ভাইয়ের একই দিন মৃত্যুতে এলাকাবাসী শোকাহত। বড়ভাই অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। এ খবরে বড়ভাইকে দেখতে যান ছোটভাই জহুরুল ইসলাম তালুকদার এবং তিনি রাত ১১টার দিকে স্ট্রোক করে মারা যান। বুধবার দুপুরের দিকে নূরানি মাদরাসায় তাদের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। এ জানাযায় এলাকার বহু ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

মৃত্যু,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত