সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা নামক স্থানে মুরগির বাচ্চা বহনকারী একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এতে কাভার্ডভ্যানে থাকা মুরগির বাচ্চাগুলো পুড়ে গেছে। শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার রাতে শ্রীপুরের মাওনা থেকে মুরগির বাচ্চা বহনকারী একটি কাভার্ডভ্যান পাবনা যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছলে কাভার্ডভ্যানে আগুন দেয় দূর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর আগেই কাভার্ডভ্যানে থাকা মুরগির বাচ্চাগুলো পুড়ে যায় এবং চালক আহত হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।