নোয়াখালীতে পাক হানাদারমুক্ত দিবস পালিত
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৯:১২ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
আজ ৭ই ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে মহান স্বাধীনতা যুদ্ধে নোয়াখালী পাক হানাদার মুক্ত হয়েছে। এ উপলক্ষে দিবস টির স্মরণে ফুলেল শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড এর আয়োজনে ৭১ মুক্তিযুদ্ধ যাদুঘর প্রাঙ্গণে সাবেক কমান্ডার আবুল হোসেন বাঙ্গালী সভাপতিত্বে আলোচনায় প্রধান আলোচক উপস্থিত ছিলেন, আবুল হোসেন বাঙ্গালী মুক্তিযোদ্ধা সংগঠক ও সোনাইমুড়ী অন্ধকল্যান সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া সহ স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মু্ক্তিযোদ্ধা সন্তান কমান্ডাের সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মানিক মিয়া, নিজামুল হক, পঙ্কজ দেধনার্থ সহ অনেকই। বৈরী আবহাওয়া মধে বিকালে জেলা মাইজদিতে ফুলেল শ্রদ্ধা ও আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, মোজাম্মেল হক মিলন, তপন মজুমদার সহ অনেকই।
এর আগে দুপুরে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা আবুল হাশেম বি,এর জানান সম্পন্ন হয়েছে। বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় শ্রদ্ধা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ি উপজেলা আওয়ামীলীগের মমিনুল হক বাকের, মরহুমের বড় ছোট ফ্রান্স আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম,এ কাশেম, চৌমুহনী ব্যবসায়ী সমিতি সাধারন সম্পাদক আবুল খায়ের, বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান আনসারী, সাবেক সিরাজুল ইসলাম স্বপন, পরিষদের চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, মরহুমের পরিবারের সদস্য সহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ।