রামুর নতুন ইউএনও আশরাফুল হাসান
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৬:৫২ | অনলাইন সংস্করণ
রামু (কক্সবাজার) প্রতিনিধি
আশরাফুল হাসান (১৭৮১৩) কে রামু’র নতুন ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আশরাফুল হাসানসহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের একই পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও হিসাবে পদায়ন করা হয়।
বাংলাদেশ নির্বাচন কমিশনের সম্মতিক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মতে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
কক্সবাজারের রামু উপজেলার নতুন ইউএনও পদে নিয়োগ পাওয়া আশরাফুল হাসান বর্তমানে চাঁদপুর জেলার মতলব উত্তর এর ইউএনও হিসাবে কর্মরত আছেন। মতলব উত্তরে তিনি ২০২২ সালের ৩০ মে থেকে দায়িত্ব পালন করছেন। আশরাফুল হাসান বিসিএস (প্রশাসন) ৩৪ তম ব্যাচের একজন সদস্য। তাঁর নিজের বাড়ি শরিয়তপুর জেলায় এবং শ্বশুর বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।
অপরদিকে, রামু উপজেলার বর্তমান ইউএনও ফাহমিদা মুস্তফা-কে (১৭৩৫৮) কে একই প্রজ্ঞাপনে নোয়াখালী জেলার চাটখিলের ইউএনও হিসাবে বদলী করা হয়েছে।