কাপাসিয়ায় অগ্নিকণ্ডে সর্বস্বান্ত কৃষক তিনটি গরু ও দুইটি ঘর পুড়ে ছাই
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৮:০৬ | অনলাইন সংস্করণ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কুষদি গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে এক কৃষকের গোয়াল ঘর সহ দুইটি ঘর ও তিনটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। সর্বস্বান্ত ওই কৃষকের অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বারিষাব ইউপি সদস্য দুলাল মোল্লা জানায়, মাঝরাতে তিনি খবর জানতে পারেন কুষদি গ্রামের দিগদা বাড়ির কৃষক আইনুদ্দিনের বাড়িতে আগুন লেগেছে এলাকাবাসীর সহায়তায় ভোরে আগুন নিয়ন্ত্রনে এলেও আগুনের লেলিহান শিখায় এরই মধ্যে পুড়ে গেছে তার গোয়ালঘর সহ দুইটি ঘর, ৩টি গরু ও গরুর খরের পাড়া। আমরা ধারণা করছি এতে তার অন্তত ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।কৃষক আইনুদ্দিন জানায়, প্রতিদিনের মতো আমি গরুর ঘরে মশার কয়েল জ্বালিয়ে শোবার ঘরে গিয়ে শুয়ে পড়ি মাঝরাতে আগুন দেখতে পেয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিভাতে সক্ষম হই। কয়েল থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। বারিষাব ইউপি চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু জানায়, আমি খবর শুনেই উই ওয়ার্ডের মেম্বার ও চৌকিদারদের নির্দেশনা দিয়েছি দ্রুত আগুন নিভানোর জন্য তবে আগুন নিভাতে সক্ষম হলেও কৃষকের অনেক ক্ষয় ক্ষতি হয়েছে দেখি কি করা যায়।