ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেখ রাসেল বিভাগীয় কমিশন গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বি-বাড়িয়া জেলা 

শেখ রাসেল বিভাগীয় কমিশন গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বি-বাড়িয়া জেলা 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল নামে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বি-বাড়িয়া জেলাদল।

আজ শনিবার বিকালে নোয়াখালী শহীদ ভুলু ষ্টোডিয়ামে নিধারিত সময় কুমিল্লা জেলা বনাম বি- বাড়িয়া জেলার মধ্যকার খেলা কুমিল্লা -০ -০ গোলে শূন্য ড্র হয়। এর পরে খেলা গড়ায় টাইব্রেকারে ৫-৪ গোলে কুমিল্লা জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়নশীর্প অর্জন করে বি- বাড়িয়া জেলাদল।

জেলা ক্রীড়া সংস্থা সাধারন ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিনটু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালীর জেলা প্রশাসক ও ভেন্যু উপ-কমিটির আহবায়ক দেওয়ান মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজিমুল হায়দর, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেস্ট তামান্না মাহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মোতাহীর্ন বিল্লাহ, জেলা পরিষদ প্রধান নিবাহী সফিউল আলম। এছাড়া উপস্থিত ছিলেন বি- বাড়িয়া টিম ম্যানেজার মহিম চৌধুরী, মোশারেফ হোসেন,বুলবুল, শওকত, রিয়াজ সহ খোলোয়াড়বৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন আহছান উল্যা, সামছুল হাসান মিরন, মিলন, শাহজাহান মাসুম, বাসব সরকার, ইকবাল হোডেন। আজাদ ইকবাল প্রমূখ।

অনু্ষ্ঠানটি পরিচালনা করেন ছালাউদ্দিন সবুজসহ জেলা ক্রীড়া সংস্থা নেতৃবৃন্দ।

ফাইনাল খেলা সফল করার জন্য সাবিক সহযোগিতা করছেন, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহমুদুর রহমান জাবেদ, সহ-সভাপতি মো: ইসমাইল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সোনাপুর স্পোর্টি ক্লাবের সভাপতি গোলাম জিলানী দিদার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক একরাম উল্যাহ ডিপটিসহ নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার কর্মকতাবৃন্দ।

রাসেল,গোল্ডকাপ,চ্যাম্পিয়ন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত