দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরু প্রার্থিতা ফিরে পেয়েছেন। এতে তার সমর্থনকারীদের আনন্দের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার নির্বাচন কমিশনে শুনানি শেষে তার আপিল আবেদন মঞ্জুর করায় তিনি এ প্রার্থিতা ফিরে পান। এরআগে সোমবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে ১% ভোটারের স্বাক্ষর যাচাইয়ে একজন ভোটার অস্বীকার করেন। এ কারণে তার প্রার্থিতা বাতিলের আদেশ দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার। এ আদেশের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছিলেন।
স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ বহিস্কৃত) হালিমুল হক মিরু এ তথ্য স্বীকার করেন এবং তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, ন্যায় বিচারে প্রার্থীতা ফিরে পাওয়ায় তিনি প্রধান নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।