মাদারীপুরে সাংবাদিককে মারধরের ঘটনায় এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত ওই পুলিশ সদস্য মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য মোঃ শাহীন শেখ।
আহত সাংবাদিক সোহেল শিকদার দৈনিক গণকন্ঠ পত্রিকার রাজৈর উপজেলা প্রতিনিধি।
ভুক্তভোগী সাংবাদিক সোহেল শিকদার সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত নয়টার দিকে শ্রীনদী বাজারে একটি ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে একটি অভিযোগ দায়ের করেন জনৈক এক লোক, সেই লোকের সাথে ওই সাংবাদিক কথা বলার সময় কিছু বুঝে ওঠার আগেই পুলিশ সদস্য মোঃ শাহীন শেখ সার্টের কলার ধরে গালাগালি ও কিল ঘুষি দিতে থাকে। পরে স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য ভর্তি করে। এঘটনার সংবাদ পেয়ে ওই সাংবাদিককে দেখতে আসেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। এ ঘটনায় মাদারীপুর পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করা হলে ওই পুলিশ সদস্যকে মাদারীপুর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
অভিযুক্ত পুলিশ সদস্য মোঃ শাহীন শেখের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে মাদারীপুর শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ বাবুল আক্তার বলেন, ওই পুলিশ সদস্যকে ইতিমধ্যে মাদারীপুর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।