রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ১৭:০৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রবি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে রবির একাডেমিক ভবন-১ এর টেগোর লেকচার থিয়েটারে “মানবাধিকার: বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষিত” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রবির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। তিনি বলেন, মানুষের ব্যক্তিগত ও সামাজিকভাবে তার অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অধিকারচর্চা করতে পারাই হল মানবাধিকার। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বর্তমান বাংলাদেশের বিপুল অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হওয়ার পরও বিভিন্ন বৈশ্বিক চাপে বাংলাদেশের মানুষের মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্র তৈরি হচ্ছে। অথচ তাঁর মানবাধিকারে সর্বাধিক গুরুত্বারোপের কারণেই লাখো রোহিঙ্গা এখনো বাংলাদেশে আশ্রয় পাচ্ছে। বাংলাদেশের দুঃস্থ, নিপীড়িত এবং প্রান্তিক মানুষের মানবাধিকার প্রতিষ্ঠায় তাঁর গৃহীত পদক্ষেপগুলো অনন্য। এক্ষেত্রে বিদ্যমান সংকট নিরসনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর আরো কার্যোপযোগী পদক্ষেপ নিতে হবে।

এ সেমিনারের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোঃ রিফাত-উর-রহমান, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জনাব শারমিন সুলতানা, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিজন কুমার ও সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ। এছাড়া রবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ সেমিনারে অংশগ্রহন করেন।