ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজার উত্তর বনবিভাগের অভিযানে দুই হেক্টর বনভুমি দখলমুক্ত

কক্সবাজার উত্তর বনবিভাগের অভিযানে দুই হেক্টর বনভুমি দখলমুক্ত

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলহাজারা বনবিট এলাকায় দুই হেক্টর সরকারি জমি দখলমুক্ত করেছে বনবিভাগ। সোমবার সকালে বনবিভাগ এই অভিযান চালায়। কক্সবাজর উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দীন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

ক্ষুদে বার্তায় তিনি দাবি করেন, বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে স্থানীয় ফোরকান, করিম, সুলতান, গিয়াসউদ্দিনের নেতৃত্ব একদল দখলবাজ সরকারি সংরক্ষিত বনভূমি দখল করে ঘর নির্মাণ করার চেষ্টা করে আসছিল। গোপন সংবাদে খবর পেয়ে ঘেরাবেড়া ভেঙ্গে দিয়ে দুই হেক্টর জায়গা দখলমুক্ত করা হয়। তিনি বলেন, দখলবাজ চক্রের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অভিযানে ডুলহাজারা বনবিট কর্মকর্তা, সিপিজির সদস্য সহ অনেকেই উপস্থিত ছিলেন।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার সকল দখলবাজদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন।

দখলমুক্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত