ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ওজন বাড়াতে মসলায় ইটের গুঁড়া, কারখানা সিলগালা

সিরাজগঞ্জে ওজন বাড়াতে মসলায় ইটের গুঁড়া, কারখানা সিলগালা

সিরাজগঞ্জ পৌর এলাকার শহীদগঞ্জ মহল্লায় অভিযান চালিয়ে একটি মসলা কারখানা প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। সেইসাথে কারাখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই কারখানায় হলুদ, মরিচ ও বিভিন্ন গুঁড়া মসলার পরিমাণ বাড়াতে বিশেষ কৌশলে ইট,কাঠ ও চালের গুঁড়া মিশিয়ে বাজারজাত করছিল।

এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ওই কারাখানায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এবং এ অপরাধে কারখানাটি সিলগালা ও উল্লেখিত টাকা জরিমানা করেন তিনি। তিনি সাংবাদিকদের বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হচ্ছে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

কারখানা সিলগালা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত