ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর থানার ২০নং ওয়ার্ডের এলাকাবাসীর ব্যানারে মাহমুদনগর বড় মসজিদ সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নিয়মিত গ্যাস বিল প্রদানের পরও আমরা গ্যাস পাচ্ছি না। গ্যাস সংকটের কারনে চরম অসুবিধার মধ্যে রয়েছে বন্দরবাসী।

দুঃখের বিষয় বলতে হচ্ছে সংশ্লিষ্ট প্রশাসনের চরম উদাসীনতার কারণে বন্দর উপজেলায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী ও স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা সেলিম ওসমানের জরুরী হস্তক্ষেপ কামনা করছি। স্থানীয় সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু'র সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধনে সভাপতিত্ব করেন মাহমুদনগর পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির। মানববন্ধনে বক্তব্য রাখেন মাহমুদনগর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শাহজাহান, ওয়ালিদ উল্লাহ, নাসির আহমেদ শিপন, মোঃ জসিম উদ্দিন, শিউলী বেগম, নূরজাহান বেগম, ফাতেমা বেগম ও কহিনূর বেগম। এ সময় উপস্থিত ছিলেন মোঃ সফিকুল ইসলাম, কামাল হোসেন, দুলাল গোসেন, বায়োজিদ ইসলাম, দীল মোহাম্মদ, আমান হোসেন, মোঃ রাসেল, মোঃ অন্তর প্রমুখ।

মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত