নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে দুই প্রার্থীর ক্ষমা প্রার্থনা

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১৯:১৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি- চৌহালী) আসনের আওয়ামীলীগ মনোনীত এমপি প্রার্থী আব্দুল মমিন মন্ডল ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। সোমবার বিকেলে নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা সিনিয়র সহকারী জজ সোহেল রানার আদালতে স্ব-শরীরে হাজির হয়ে লিখিতভাবে এই ক্ষমা প্রার্থনা করেন তারা। ওই আদালতের সেরেস্তাদার আমিরুল মোমেনিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ায় প্রথমে আওয়ামীলীগ প্রার্থী আব্দুল মমিন মন্ডল এবং পরে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস স্ব-শরীরে আদালতে হাজির হয়ে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন। উল্লেখ্য, বেলকুচি উপজেলা চত্বরসহ বেলকুচি বাজার সংলগ্ন রাস্তায় গত মঙ্গলবার মোটরসাইকেল শোভাযাত্রা করেন উল্লেখিত ২ প্রভাবশালী প্রার্থী। এরই প্রেক্ষিতে ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও শাহজাদপুর সিনিয়র সহকারী জজ মোঃ সোহেল রানা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০০৮ এর ১২ বিধির সুস্পষ্ট লঙ্ঘনের অভিযোগ এনে তাদেরকে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ করেন।