ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রেললাইন কেটে ফেলল দুর্বৃত্তরা

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৭ বগি লাইনচ্যুত , নিহত ১

ঢাকা-ময়মনসিংহ যোগাযোগ বন্ধ
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৭ বগি লাইনচ্যুত , নিহত ১

গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন এলাকায় রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে আসছিল। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ জন। বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার ভোর সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেক্স’ ট্রেন। এর কিছুদূর যাওয়ার পরপরই বিকট শব্দে ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। স্থানীয় ছিলাই বিলের কাছে দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে এক ট্রেনের যাত্রী নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা চলছে।

ট্রেন দুর্ঘটনা,ট্রেন,নিহত,আহত,গাজীপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত